
স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদের জন্য আসছে এক দারুণ সকার রোবট কম্পেটিশন। Space Innovation Camp এর আয়োজনে অনুষ্ঠিত হওয়া এই কম্পেটিশনে বয়সভিত্তিক ৩টি ক্যাটাগরীতে বিভক্ত হচ্ছেঃ ৬-১০ বছর, ১১-১৩ বছর এবং ১৪-১৬ বছর।
এখানে চাইলে নিজের সকার-রোবট বানিয়ে নিয়ে আসা যাবে কিংবা চাইলে আয়োজকদের থেকেও Loan নেয়া যাবে।
অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানতে এবং রেজিস্ট্রেশন করতে নিচের বাটনে ক্লিক করোঃ
তুমি যদি চাও নিজের সকার রোবট বানানো শিখতে, সেক্ষেত্রে যোগাযোগ করতে পারো আমাদের রোবটিক্স একাডেমি তেঃ