কী টেক লাভারস!!
লাইনে আছো নাকি নেই? আই মীন তোমার রোবট লাইনে আছে নাকি নেই। তোমার রোবট লাইনে থাকুক বা না-ই থাকুক, টেক টোপিয়ায় কিন্তু ঠিকই “Advanced LFR Course” আছে। এই কোর্সটি করলে তুমিও জানতে পারবে যে কিভাবে তুমি তোমার রোবটকে লাইনে ফিরিয়ে আনতে পারবে। আর তার সাথে অটো ক্যালিব্রেশন, মেজ স্ক্যান, মেজ সলভ করার টেকনিক তো আছেই। তো আর সময় নষ্ট কেনো, আজই প্রথম কমেন্টে থাকা লিংকে গিয়ে এনরোল করে ফেলো “Advanced LFR Course”.
এবং এনরোল করার পরেও যেকোনো সমস্যায় ইন্সট্যান্ট সাপোর্ট পাচ্ছো ডিসকর্ডে। ডিসকর্ড চ্যানেল লিংক পেতে কোর্সটি এনরোল করে আমাদের পেইজে ইনবক্স করে ফেলো।