৫ ই জুন ২০২৪ থেকে ৩০ ই জুন ২০২৪ পর্যন্ত টেকটোপিয়ায় চলবে Brainy Bytes (June-2024) । এই কয়েকদিনে সর্বমোট ১৫ টি কুইজ আমাদের ফেসবুক পেজে পোস্ট করা হবে এবং সেখানেই নির্দিষ্ট সময়ের মধ্যে কমেন্ট করে উত্তর করতে হবে। বিস্তারিতঃ
১। যখন কুইজ ফেসবুক পেজে আপলোড করা হবে তখন থেকে ২৪ ঘণ্টার মধ্যে উত্তর কুইজের পোস্টে কমেন্ট করতে হবে।
২। কমেন্ট অবশ্যই মেইন পোস্টে করতে হবে।
৩। একটি কুইজে একজন সর্বোচ্চ একবারই কমেন্ট করতে পারবে এবং ঐ কমেন্ট Edit করা যাবেনা ।
৪। ৫-৩০ ই জুন এর মধ্যে সর্বমোট ১৫ টি কুইজ আপলোড করা হবে।
৫। সর্বোচ্চ উত্তরদাতা ১ জনকে বিজয়ী করা হবে ।