ঈদ মানে আনন্দ । আর এই ঈদের আনন্দকে আরও দিগুণ করতে আমরা নিয়ে এসেছি তোমাদের জন্যে ঈদ সালামি। ঈদের দিন থেকে ঈদের ৩য় দিন পর্যন্ত টেকটপিয়ার যেকোন কোর্সে “EIDSALAMI” কুপন কোডটি ব্যাবহার করলেই পেয়ে যাবে ২০% ডিস্কাউন্ট।
**শর্ত প্রযোজ্য
১। শুধুমাত্র কোর্সের ক্ষেত্রে এই কুপন কোড ব্যাবহার করা যাবে। Tech Topia Shop এ ব্যাবহার করা যাবে না।
২। একটি একাউন্ট থেকে একবার ই কুপন কোড ব্যাবহার করা যাবে।
৩। কোর্সের সর্বনিম্ন মূল্য ৩০০ /- টাকা হতে হবে।
৪। ১১ ই এপ্রিল রাত ১২ঃ০০ মিনিট থেকে ১৩ ই এপ্রিল রাত ১১ঃ৫৯ মিনিট পর্যন্ত কুপন কোড ব্যাবহার করা যাবে।