নতুন প্রজন্মের ভবিষ্যৎ হাতিয়ার ‘প্রযুক্তি’কে দেশের আনাচে-কানাচে ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য। কারণ ডিজিটালাইজেশনের যুগে আমরা চাই আমাদের নতুন প্রজন্মকে এগিয়ে নিতে, স্মার্ট বাংলাদেশের ভবিষ্যৎ হিসেবে গড়ে তুলতে। এই লক্ষ্য পূরনের নেশায় আমরা কাজ করে যাচ্ছি নিরলসভাবে।
এরই ধারাবাহিকতায়, আমাদের লক্ষ্য পূরণের জন্য আমরা পেয়ে গেলাম একটি সুবর্ণ সুযোগ, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাব্লিক স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্টদেরকে রোবটিক্স এবং প্রোগ্রামিং শিখানোর সুযোগ।
প্রতি সপ্তাহে একটি করে সেশনের মাধ্যমে ধারাবাহিকভাবে স্টুডেন্টদেরকে শিখানো হচ্ছে কিভাবে তারা রোবটিক্স এবং প্রোগ্রামিং এর ভীতি কাটিয়ে অংশগ্রহন করতে পারবে রোবটিক্সের দুনিয়ায়। আমরা ধাপে ধাপে হাতে-কলমে শিখিয়ে যাচ্ছি ইলেকট্রনিকস, পিসিবি ডিজাইন, রোবটিক্স এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
আমাদেরকে এই সুবর্ণ সুযোগ করে দেওয়ার জন্য লেফটেন্যান্ট কর্ণেল মো: কুদ্দুসুর রহমান( প্রিন্সিপাল, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাব্লিক স্কুল অ্যান্ড কলেজে) স্যারকে এবং মো: আব্দুল মালেক (লেকচারার, কলেজ সেকশন, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাব্লিক স্কুল অ্যান্ড কলেজ)(মডারেটর, JCPSC সাইন্স ক্লাব) স্যারকে অসংখ্য ধন্যবাদ। তাঁদের সার্বিক সহযোগিতার কারনেই আমরা সফলভাবে কাজ করে যাচ্ছি। আমরা স্বপ্ন দেখি এমন প্রজন্মের যারা কিনা প্রযুক্তিকে হাতের মুঠোয় রেখে প্রযুক্তির সদ্ব্যবহার করবে আর এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমরা দৃঢ় প্রত্যয়ী।
See less