রোবটিক্স শিক্ষার প্রসারে আবারো যুক্ত হলো আমাদের এক নতুন মাইলফলক CODEAVOUR, Bangladesh এর সাথে Training Partner হিসেবে যুক্ত হলো টেক টোপিয়া।

Codeavour হল একটি শীর্ষস্থানীয় গ্লোবাল AI এবং কোডিং প্রতিযোগিতা যা প্রতি বছর STEMpedia দ্বারা অনুষ্ঠিত হয়। এই ইভেন্টর প্রধান লক্ষ্যই হলো AI, কোডিং এবং রোবোটিক্স বিষয়ে স্কুল এবং কলেজের শিক্ষার্থীদের উৎসাহিত করা।বাংলাদেশের সেরা 10টি দল 2024 সালের মে মাসে দুবাইতে আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতা করবে। এছাড়াও, শীর্ষ 20টি আন্তর্জাতিক দল MJF’S RC ফেলো নেটওয়ার্ক অধীনে মেন্টরশিপের জন্য মেক্সিকোতে একটি উদ্ভাবনী সম্মেলনে যোগ দেওয়ার সুযোগ পাবে।বাংলাদেশে এই ইভেন্টের আয়োজন করছে DRMC Science Club, যাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবো আমরা। দেশে অন্তত ৩টি রিজিওনাল রাউন্ড এবং একটি ন্যাশনাল রাউন্ড ছাড়াও অন্তত ২০টি সেমিনার এবং রোবটিক্স ওয়ার্কশপ আয়োজিত হবে।এই আয়োজনের সর্বাঙ্গিক সফলতা কামনা করছি আমরা!বিস্তারিত জানতে পারো এই লিংকে গিয়ে👇 https://codeavour.org/track-one-innovation-and-entrepreneurship/

Leave a Reply