ক্ষুদে বিজ্ঞানীর সম্মাননা পেলো টেকটোপিয়ার ক্ষুদে সদস্য

টেকটোপিয়া টিমের জুনিয়র এক্সিকিউটিভ টিমের সদস্য আরেফিন আনোয়ার তার অসাধারণ রোবট এবং রোবটিক্স কার্যক্রমের জন্য জিতে নিয়েছে ক্ষুদে বিজ্ঞানী সম্মাননা পুরষ্কার ২০২৩।

ক্ষুদে বিজ্ঞানী এওয়ার্ড দীপ্ত টিভি এবং US AID এর একটি যৌথ উদ্যোগ যেখানে মানুষের কল্যাণে বিজ্ঞানের ব্যবহার এবং বিস্তারে ভূমিকা রাখার জন্য সারাদেশের ৬৫০ জন শিশুদের মধ্যে ৬ জনকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

আরেফিন আনোয়ার দীর্ঘ সময় ধরে রোবটিক্স চর্চার পেছনে নিজেকে নিয়োজিত করে আসছে। বৃদ্ধ মানুষের সাহায্যে সে এক রোবট তৈরী করে করে যার নাম দেয়া হয় “Tomodachi” যার মানে হচ্ছে “বন্ধু”। এই রোবট সময়মতো ঔষধ দেয়া ছাড়াও বৃদ্ধের স্বাস্থ্যের দেখাশোনা করে থাকে।

এছাড়াও সে তার স্কুলে রোবটিক্স এর বিকাশ ঘটাতে এবং ছাত্রদের বিজ্ঞানমনস্ক গড়ে তোলার পেছনেও কাজ করে এসেছে।

তার এই কাজের সম্মাননা স্বরূপ ক্ষুদে বিজ্ঞানী এওয়ার্ড এর সাথে নগদ ৫০ হাজার টাকা হাতে তুলে দেয়া হয়।

Leave a Reply